
প্রাচীন মানবের বিভিন্ন আচার উৎসবেনৃত্যকলার প্রমান পাওয়া যায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনেও প্রগৈতিহাসিক কালে নৃত্যকলার প্রমাণ পাওয়া যায়। খৃষ্টপূর্ব ৩৩০০ সালে মিশরীয় দেয়াল চিত্রে এবং ভারতের গুহাচিত্রে নৃত্যকলার ভঙ্গী উৎকীর্ণ রয়েছে দেয়ালচিত্রে খোদিত ভঙ্গীগুলো হতেমনে হয়যে কিংবদন্তির কাহিনী বর্ণনার জন্য ঔচিত্রগুলোউৎকীর্ণ করা হয়েছে। লিখিত বর্ণমালা প্রচলনের আগে নৃত্যকলার এইপদ্ধতির মাধ্যমেই এই সব গল্প যুগে যুগে বংশ পরম্পরায় চলে আসতো।
নৃত্যের প্রচলন হয় সেই আদিম যুগ থেকে ভাষা আবিষ্কারের পূর্বে, পরে শুরু করে নব্য প্রস্তর, নিওলিথিক,কৃষি বিপ্লব আগুন আবিষ্কার আধুনিক জুজে তার বিকাশ প্রচার ও প্রকাশ লাভ করে। জ্ঞাত মানব ইতিহাসেরপ্রাচীনতম মুহূর্ত থেকে, নাচ প্রাচীন ধর্মানুষ্ঠান, আধ্যাত্মিক সমাবেশ ও সামাজিক ঘটনা অনুষঙ্গী. সমাধি,আধ্যাত্মিক শক্তি, আনন্দ, কর্মক্ষমতা এবং মিথস্ক্রিয়া আনন্দ উচ্ছাস বিনোদন চিত্তরঁজন ও অভিব্যক্তিপ্রকাশের প্রণালী হিসাবে আমাদের অস্তিত্বে মিশে আছে।
প্রথম...