" নৃত্যকলা নৃত্য মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি। নৃত্য প্রদর্শনী দেখলে মানুষ তার যোগাযোগের বিভিন্ন আঙ্গিকের সঙ্গে তুলনা করে। ; "

Friday, November 25, 2016

নৃত্যকলা


নৃত্যকলা




নৃত্যকলা  নৃত্য বা নৃত্যকলার ইংরেজি  Dance  শব্দটি 
এসেছে প্রাচীন ফ্রেঞ্চ শব্দ Dancier শব্দটি হতে। নৃত্যকলার সংজ্ঞা নির্ভর করে সামাজিক, সাংস্কৃতিক, নন্দনতত্ত্বিক, শৈল্পিক এবং নৈতিক বিষয়ের উপর।নৃত্য মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি। নৃত্য এবং ভাষা কাজ করে একসূত্রে।যেমন নাটকের মাধ্যম প্রধানত  সংলাপ অভিনয়। তেমনি নৃত্যের  মাধ্যম  সাধারণত শারীরিক প্রকাশভঙ্গীত মুখাভিনয়।নৃত্যের এই  প্রকাশভঙ্গী সামাজিক, ধর্মীয কিংবা ব্যক্তির চরিত্র ধারণ প্রতীকরূপে  হতে পারে।  অন্যান্য চারুশিল্পসম্মত শৈল্পিক কলার মতো নৃত্যও  বিনোদন, মনোরঞ্জ   অভিব্যক্তির  প্রকাশ।

1 comments:

  1. খুব সুন্দর...সল্প কথায় এত সুন্দর নৃত্যের সংজ্ঞা সত্যি প্রশংসনীয়।

    ReplyDelete

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ