প্রাচীন
মানবের বিভিন্ন আচার উৎসবে নৃত্যকলার
প্রমান পাওয়া যায়।প্রত্নতাত্ত্বিক নিদর্শনেও প্রগৈতিহাসিক
কালে নৃত্যকলার প্রমাণ পাওয়া যায়। খৃষ্টপূর্ব ৩৩০০ সালে মিশরীয়
দেয়াল চিত্রে এবং ভারতের গুহা
চিত্রে নৃত্যকলার ভঙ্গী উৎকীর্ণ রয়েছে। দেয়ালচিত্রে খোদিত ভঙ্গীগুলো হতে মনে হয়
যে কিংবদন্তির কাহিনী বর্ণনার জন্য ঔ
চিত্রগুলো উৎকীর্ণ করা হয়েছে। লিখিত
বর্ণমালা প্রচলনের আগে নৃত্যকলার এই
পদ্ধতির মাধ্যমেই এই সব গল্প
যুগে যুগে বংশ
পরম্পরায় চলে আসতো।
নৃত্যের প্রচলন হয় সেই আদিম যুগ থেকে ভাষা আবিষ্কারের পূর্বে, পরে শুরু করে নব্য প্রস্তর, নিওলিথিক, কৃষি বিপ্লব আগুন আবিষ্কার আধুনিক জুজে তার বিকাশ প্রচার ও প্রকাশ লাভ করে। জ্ঞাত মানব ইতিহাসের প্রাচীনতম মুহূর্ত থেকে, নাচ প্রাচীন ধর্মানুষ্ঠান, আধ্যাত্মিক সমাবেশ ও সামাজিক ঘটনা অনুষঙ্গী. সমাধি, আধ্যাত্মিক শক্তি, আনন্দ, কর্মক্ষমতা এবং মিথস্ক্রিয়া আনন্দ উচ্ছাস বিনোদন চিত্তরঁজন ও অভিব্যক্তি প্রকাশের প্রণালী হিসাবে আমাদের অস্তিত্বে মিশে আছে।
প্রথম আফ্রিকান উপজাতিদের দুনিয়ার সব চার কোণে জুড়ে যুদ্ধ করার ও যুদ্ধ জয়ের পর সঙ্গীত এবং নৃত্য করতো। তাদের চিত্রকলায় এর প্রমান করেছে ।
ভারতে ৯000 বছর প্রাচীনতম গুহাচিত্রে নৃত্যকলার প্রমাণ গেছে। সময়য়ের সাথে সাথে নৃত্যকলা আরো ব্যাপক হয়ে ওঠে। তৃতীয় সহস্রাব্দে (খ্রিস্টপূর্ব ) মিশরীয়দের তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ হিসাবে নাচ ব্যবহার শুরু। মিশরীয় পুরোহিতরা গুরুত্বপূর্ণ ঘটনা অনুকরণ, দেবতাদের গল্প ও নক্ষত্র এবং সূর্য চলন্ত মহাজাগতিক নিদর্শন ইত্যাদিতে ব্যবহার করতো বাদ্যযন্ত্র এবং নৃত্যকলা। প্রাচীন গ্রীসের ঐতিহ্যে নাচ ছিল অপরিহার্য্য ও নিয়মিত জনসাধারণের সম্মুখে প্রদর্শিত হত (যা শেষ পর্যন্ত 6 ষ্ঠ শতাব্দীর খ্রিষ্টপূর্ব বিখ্যাত গ্রিক থিয়েটারের জন্ম দেয়)। গ্রীক সংস্কৃতির প্রাচীন পেইন্টিং থেকে জানা যায় নাচ ধর্মানুষ্ঠান। অনেক অন্যান্য ধর্মের যেমন সনাতন হিন্দু ধর্মানুষ্ঠানে নাচ "শাস্ত্রীয় নৃত্য" যা আজও প্রথাগত। অবশ্যই, ঐ প্রাচীন কালে সব নাচ ধর্মীয় উদ্দেশ্যে ছিল না।
১৪00(খ্রিস্টপূর্ব ) বছর বয়সী মিসরীয় পেইন্টিং বিভিন্ন সঙ্গীতশিল্পীদের দ্বারা সমর্থিত ধনী মানুষদের বিনোদনের জন্য "ডান্স স্ক্যান্টিলি" পরিহিত মেয়েদের জন সমুক্ষে নাচতে হত মধ্যযুগ পর্যন্ত এবং রেনেসাঁ শুরুর আগ পর্যন্ত।
তখন ব্যালে আবিষ্কার হয় ও ধনী শ্রেণীর অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। রেনেসাঁ শুরুর আগে ইউরোপীয় নাচ তেমনভাবে নথিভুক্ত করা হয় নি। কিন্তু মৌলিক "chain-shaped" নাচ ইউরোপ জুড়ে সবচেয়ে চর্চা ও প্রচলিত ছিল, কিন্তু রেনেসাঁ 'র আগমনে নতুন ফর্ম এর ফ্যাশন অনেক অন্যান্য শৈলী প্রবর্তিত হয় এবং . স্পেন, ফ্রান্স এবং ইতালি থেকে রেনেসাঁ নাচ শীঘ্রই" baroque " নাচ জনপ্রিয় হয়ে ওঠে। যা ফরাসি এবং ইংরেজি আদালত দ্বারা অনুমোদিত হয়।
ফরাসি বিপ্লবের শেষে নাচ অনেক নতুন ধরনের প্রবণতা দেখা যায়। নারী পোশাকের উপর কম নিয়ন্ত্রণ ও
"skipping ও jumping" নাচে অন্তর্ভুক্ত হয়।এই নাচ শীঘ্রই তথাকথিত "international polka craze " "আন্তর্জাতিক যাযাবর-জাতির নৃত্য " হিসাবে ঐ নাচের সুর উন্মত্ততা বিশেষ খ্যাতি লাভ করে। 1844.শুরুতে তথাকথিত "আন্তর্জাতিক যাযাবর-জাতির নৃত্যবিশেষ বা ঐ নাচের সুর উন্মত্ততা" বিখ্যাত হয় "waltz"( দুইজনে চক্রাকারে নাচা) নামে। স্বল্প সময়ের পরে সৃষ্টি " ballroom dance" আধুনিক দিন 2 জন বিখ্যাত ব্যক্তি " Vernon and Irene " কে দিয়ে নৃত্যশালা শুরু হয়।
পরে বিংশ শতাব্দীর অনেক আধুনিক নাচ সেই প্রাথমিক বছর উদ্ভাবিত হয়েছে (Foxtrot, এক-ধাপ, ট্যাঙ্গো, নাচবিশেষ, সুইং, আধুনিকোত্তর, হিপ হপ, break-dancing এবং আরো) এবং বাদ্যযন্ত্র সম্প্রসারণ বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে।
i liked it .very informative
ReplyDeleteদারুন !চিত্রসহ নাচের ইতিহাস বর্ণনার জন্য লেখক প্রসংশার যোগ্য।
ReplyDeleteমন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
Delete